
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ষার কারণে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। গত দুইদিনের ব্যবধানে সাপের কামড়ে তিনজন গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটে উপজেলার শিবনগর ও কাজিহাল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ভয়ভীতি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।.
.
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর চুনিয়াপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্না করার সময় খড়ির মধ্যে লুকিয়ে থাকা সাপ হঠাৎ বেরিয়ে তার পায়ে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।.
একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৩) মাটির চুলা থেকে ছাই তোলার সময় চুলায় থাকা সাপের কামড়ে আহত হন। তাকেও দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।.
এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একই ইউনিয়নের পুখুরী সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বীনা রানী (৪৪) ঘরের মেঝের গর্তে পা দিয়ে চাপা দেওয়ার সময় সাপ তার ডান পায়ে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যান।.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ থাকলেও কোনপ্রকার সাপ ও কামড়ের ধরণ জানা জরুরি। তবে মঙ্গলবারের দুই রোগীকে কোন সাপ কামড় দিয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছিলেন না। তাদের অবস্থা এতটাই গুরুতর ছিল যে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তাই তাদের দ্রæত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু দু’জনই পথিমধ্যেই মারা যান।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: